‘যথাস্থানে ময়লা ফেলি, নিরাপদ সিলেট গড়ে তুলি’ স্লোগানকে সামনে রেখে সিলেটে নগরভিত্তিক কঠিন বর্জ্য ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় জনগণের আচরণ পরিবর্তন বিষয়ক ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
‘নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর’ প্রকল্পের আওতায় সিলেট সিটি কর্পোরেশন ও নেদারল্যান্ডসভিত্তিক উন্নয়ন সংস্থা এসএনভি’র যৌথ উদ্যোগে মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরীর রিকাবীবাজারস্থ কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। সভাপতিত্ব করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি খান মো. রেজা-উন-নবী বলেন, “একটি পরিচ্ছন্ন ও উন্নত শহর গড়তে হলে প্রথমে নাগরিকদের আচরণে পরিবর্তন আনতে হবে। সিটি কর্পোরেশন একা এই কাজ করতে পারবে না—নগরবাসীকেও দায়িত্ব নিতে হবে।”
সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, “আমরা যদি এই শহরটিকে নিজের বলে ভাবি, তাহলে আর যত্রতত্র ময়লা ফেলব না। সবার অংশগ্রহণেই গড়ে উঠবে পরিচ্ছন্ন সিলেট।”
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠন, গণমাধ্যমকর্মী ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি।
উল্লেখ্য, মাসব্যাপী এই ক্যাম্পেইনের অংশ হিসেবে লিফলেট বিতরণ, মাইকিং, রোড শো, ইয়ুথ কনফারেন্স, অডিও-ভিজ্যুয়াল প্রদর্শনী এবং অনলাইন প্রচারণাসহ নানা কর্মসূচি পরিচালিত হবে।