দিনাজপুরে ‘বাংলাদেশে মন্ট্রিল প্রটোকল বাস্তবায়ন’ শীর্ষক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর শহরের লিলি মোড়ে হোটেল গ্র্যান্ডনুর হল রুমে এই কর্মশালার আয়োজন করা হয়।
পরিবেশ অধিদপ্তরের এইচসিএফসি ফেজ আউট ম্যানেজমেন্ট প্ল্যান (স্টেজ-২), ইউএনইপি কম্পোনেন্ট প্রকল্প এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান বাহাদুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) ও ওজোন সেলের প্রধান জিয়াউল হক, এবং বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রফেসর কৃষিবিদ ড. সাইফুল হুদাসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নের মাধ্যমে ওজোন স্তর সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা এ বিষয়ে সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।