রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার (২৬ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডারের নির্দেশনায় মোঃ রুস্তম আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা পালিয়ে যায়। পরে সর্বমোট ৩৩.৯৫ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য ৮৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মারিশ্যা জোনের কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম, পিএসসি বলেন, “আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম চালিয়ে আসছি। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এর মাধ্যমে বন ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমাদের কার্যক্রম আরও শক্তিশালী হবে।”

বিজিবির এ ধরনের অভিযান বনাঞ্চলে অবৈধ কাঠ চোরাচালান প্রতিরোধ ও পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।