পূর্ব সুন্দরবনের দুবলারচরে বনরক্ষীরা সাগর থেকে ভেসে আসা বিপুল পরিমাণ প্লাস্টিক ও পলিথিন বর্জ্য অপসারণে অভিযান চালাচ্ছেন। গত তিন দিনে অভিযান চালিয়ে বনরক্ষীরা কয়েক মণ বর্জ্য সরিয়ে পরিবেশকে নিরাপদ করেছেন।

পূর্ব সুন্দরবন বিভাগের জেলে পল্লী দুবলা টহল ফাঁড়ি ও আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়ির নেতৃত্বে বনরক্ষীরা দুবলার আলোরকোল, মেহেরআলী, অফিসকেল্লা, কচিখালী ও শেলারচরে অভিযান পরিচালনা করেছেন।

ডেপুটি রেঞ্জার সুব্রত কুমার দাস জানান, বিভিন্ন জোয়ারে ভেসে আসা প্লাস্টিক ও পলিথিন সুন্দরবনের পরিবেশ দূষিত করতে পারে। তাই বনরক্ষীরা নিরলস পরিশ্রমে এসব বর্জ্য অপসারণ করেছেন।

সুন্দরবন পূর্ব বনবিভাগের ডিএফও মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, অপসারণকৃত বর্জ্য ডাম্পিং স্টেশনে পাঠানো হবে। এছাড়া নদী, খাল ও সাগর তীরের বর্জ্য অপসারণের অভিযান অব্যাহত থাকবে।