নদী ও পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চারজন পরিবেশকর্মী আজ (শনিবার, ২৫ অক্টোবর) চীনের উদ্দেশে যাত্রা করছেন।
বাংলাদেশ থেকে প্রতিনিধি দলে রয়েছেন—
বুড়িগঙ্গা রিভার ওয়াটারকিপার ও পরিবেশ আন্দোলনকর্মী শরীফ জামিল (দলনেতা),
খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জেল সোহেল,
সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম
এবং পশুর রিভার ওয়াটারকিপার ও সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ।
চীনের স্থানীয় সরকারের আমন্ত্রণে তারা অংশ নেবেন একটি বিজ্ঞান সম্মেলনে এবং ওয়াটারকিপার এলায়েন্সের আয়োজিত এশিয়ান রিজিওনাল সামিটে।
সফরকালে মোঃ নূর আলম শেখ বেইজিং, হাংজো ও থাইজু শহরে নদী ও পরিবেশবিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসূচির মধ্যে রয়েছে নদী সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সেমিনার, ওয়ার্কশপ ও গ্রুপ ডিসকাশন।
এছাড়া প্রতিনিধি দলটি চীনের উর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবে এবং রিভার ওয়াটার ইকোলজিক্যাল মিউজিয়াম, ওয়াটার কোম্পানি ও সায়েন্স কমিউনিকেশন ইনস্টিটিউট পরিদর্শন করবে।
বাংলাদেশে নদী রক্ষা ও পরিবেশ আন্দোলনে অবদানের স্বীকৃতিস্বরূপ চীন সরকার পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখকে “সায়েন্স টু ইউ” বার্ষিক আন্তর্জাতিক অনুষ্ঠান এবং নদী বিষয়ক এশিয়ান রিজিওনাল সামিটে আমন্ত্রণ জানিয়েছে।