আজ (শুক্রবার) মধ্যরাত থেকে সাগর ও নদীতে শুরু হচ্ছে জাটকা ইলিশ শিকারের ওপর ৮ মাসব্যাপী নিষেধাজ্ঞা। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন নিশ্চিত করতে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য বিভাগ।
নিষেধাজ্ঞার মেয়াদ থাকবে ১ নভেম্বর ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত। এ সময়ে ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের জাটকা ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় বা মজুত করা সম্পূর্ণ নিষিদ্ধ।
মৎস্য বিভাগ জানিয়েছে, এ আইন অমান্য করলে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড, অথবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা, কিংবা উভয় দণ্ড দেওয়া হতে পারে।
জাটকা সংরক্ষণে পটুয়াখালী জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌপুলিশ যৌথভাবে সাগর ও নদীতে টহল ও অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম বলেন,
“জাটকা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। অবরোধকালীন সময়ে নিবন্ধিত ৮৯ হাজার ৪৩ জন জেলে ৪ মাসের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় মাসে ৪০ কেজি করে চাল পাবেন।”
মৎস্য কর্মকর্তারা আশা করছেন, এ উদ্যোগ সফল হলে আগামী মৌসুমে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে।