তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে সিলেটে এক পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে সিলেটের বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক খান মো. রেজা-উন-নবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচি উদ্বোধন করেন।
অভিযান শুরু হয় জল্লারপাড় ওয়াকওয়ে সংলগ্ন এলাকা পরিষ্কারকরণের মাধ্যমে। এতে সিলেট সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর সিলেট, ইউনাইটেড ন্যাশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং নরওয়ের সহযোগিতা রয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “শহরের জলাধারগুলোতে জমে থাকা প্লাস্টিক ও পলিথিন পরিষ্কার করলে মশার প্রজনন কেন্দ্র ধ্বংস হবে এবং পানির প্রবাহ বৃদ্ধি পাবে। তরুণরা যখন কোনো পরিবর্তনের অঙ্গীকার করে, তারা সেটি নিশ্চিতভাবেই বাস্তবায়ন করে।”
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার জানান, শহরের দিঘি ও জলাশয়গুলো অবৈধ দখল ও ময়লার কারণে অনুপযোগী হয়ে পড়েছে। সম্প্রতি মাছুদিঘি পরিষ্কার করা হয়েছে এবং জল্লারপাড়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে সিলেট শহরের সব জলাধার পরিষ্কার ও দখলমুক্ত করা হবে।
৭ দিনব্যাপী এ কার্যক্রমে অংশ নিচ্ছে সিসিকের পরিচ্ছন্নতা কর্মী এবং ২২টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, যার মধ্যে রয়েছে: বিডি ক্লিন সিলেট, স্কাউটস, সেভ সিলেট, সিলেট ওয়ান্ডার ওমেন, সিলেট বাইকার্স ক্লাব, সিলেট রানার্স ক্লাব, সিলেট সাইক্লিং ক্লাব ও দ্য হিউম্যান চ্যারিটি।