প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত থেকে জনসাধারণকে সুরক্ষা দেওয়ার অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগরে রাস্তার পাশে তিন হাজার তালের বীজ বপন করেছে ‘মমতাজ বেগম ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক উন্নয়ন সংগঠন।

রোববার (১৯ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে এসব তালের বীজ বপন করা হয়। এর মধ্যে পীরকাশিমপুর উত্তর পাড়া থেকে হরেরপাড় হয়ে রাজনগর-শ্রীকাইল গ্রামীণ সড়কের দুই পাশে এক হাজার তালের বীজ বপন সম্পন্ন হয়।

এর আগে গত সেপ্টেম্বর মাসে একই ইউনিয়নের পীরকাশিমপুর থেকে বাবুইহার হয়ে বলিঘর সড়কসহ বিভিন্ন সংযোগ সড়কের দুই ধারে আরও দুই হাজার বীজ বপন করা হয়েছিল। সবমিলিয়ে গত দুই মাসে প্রায় পাঁচ কিলোমিটার সড়কের পাশে তিন হাজার তালের বীজ রোপণ সম্পন্ন হয়।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে পীরকাশিমপুর উত্তরপাড়া–বলিঘর সড়ক, পীরকাশিমপুর উত্তরপাড়া–বাঐখার–হরেরপাড় সড়ক, পীরকাশিমপুর ফোরকানিয়া মাদরাসা–হরেরপাড় সড়ক এবং পীরকাশিমপুর মধ্যপাড়া কাচারি সড়কের দুই ধারে বীজ বপন করা হয়েছে।

মমতাজ বেগম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক, মিডিয়া ব্যক্তিত্ব এস. এম. সাহিদুল হোসেন বলেন,

“বর্তমান সময়ের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে মানুষকে রক্ষায় এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও জানান, যেসব রাস্তায় বীজ বপন করা হয়েছে, সেসব এলাকার স্থানীয়দের অনুরোধ করা হয়েছে গাছগুলোর যত্ন নেওয়ার জন্য, যেন এটি সামাজিক উন্নয়নে ভূমিকা রাখে।

২০২২ সালে প্রতিষ্ঠিত মমতাজ বেগম ফাউন্ডেশন তার মায়ের নামানুসারে প্রতিষ্ঠিত হয়। ফাউন্ডেশনটি শিক্ষা বৃত্তি কর্মসূচি, অসহায় শিক্ষার্থীদের সহায়তা, বৃক্ষরোপণ, রাস্তা-ঘাট নির্মাণ ও মেরামত, এবং এতিম শিশুদের সহযোগিতার মতো সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আগামী ২২ নভেম্বর ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিতব্য বার্ষিক বৃত্তি পরীক্ষায় প্রায় ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলে জানা গেছে।