পিরোজপুরে কয়েকদিন ধরে চলমান অসময়ে বৃষ্টিপাতের ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। কখনো হালকা, আবার কখনো ভারী বর্ষণে পৌর শহরের বিভিন্ন এলাকা এবং গ্রামের নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে গেছে। এর ফলে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং খেটে খাওয়া মানুষ চরম বিপাকে পড়েছে।
শহরের সিআই পাড়া, বলাকা ক্লাব রোড, শিক্ষা অফিস রোড, টাউন ক্লাব রোড, পোস্ট অফিস রোড সহ কিছু রাস্তায় পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কারণে বৃষ্টি হলেই ড্রেনগুলো ভরে যায় এবং রাস্তাঘাট প্লাবিত হয়।
বৈরী আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন রিকশা-ভ্যান চালক, দিনমজুর এবং ক্ষুদ্র ব্যবসায়ী সহ নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। বৃষ্টির কারণে কাজে বের হতে না পারায় তাদের আয় ও রোজগার বন্ধের পথে।
জেলার ভান্ডারিয়া, মঠবাড়িয়া, ইন্দুরকানী ও কাউখালী উপজেলায়ও বৃষ্টির সঙ্গে জোয়ারের পানিবৃদ্ধির কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক এবং অস্বস্তি সৃষ্টি করেছে।
পিরোজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ধ্রুব লাল দত্ত বণিক জানিয়েছেন, শহরের প্রাচীন রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে যথাযথ বরাদ্দ না পাওয়ায় সমস্যা রয়েছে। তারপরও পৌরসভা নিজস্ব অর্থায়নে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।