‘গাছ লাগান, পৃথিবী বাঁচান’—এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে বিনামূল্যে আড়াই হাজার ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেছে পঞ্চগড় ফাউন্ডেশন।

শনিবার দুপুরে সদর উপজেলার চারমাইল এলাকার দ্বারিকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে এসব চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় ফাউন্ডেশনের ফ্যাসিলিটেটর মো. আব্বাস আলী, সদস্য আসাদুজ্জামান সুজনসহ অন্যান্য সদস্যরা।

এসময় কৃষিবিদ আব্বাস আলী বলেন,

“পঞ্চগড় ফাউন্ডেশন ভবিষ্যতে গরিব ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা, মেধাবীদের শিক্ষাবৃত্তি এবং বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করবে।”

তিনি আরও জানান, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, কৃষি ও বিচার বিভাগে দেশ-বিদেশে কর্মরত পঞ্চগড়ের কৃতিসন্তান ও ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত এই ফাউন্ডেশন সমাজের সার্বিক উন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর।
অনুষ্ঠান সফল করতে যাঁরা পরিশ্রম ও সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।