বাগেরহাটের মোংলা শহরতলীর নারকেলতলা এলাকায় গলায় ফাঁস লাগানো অবস্থায় একটি মৃত কুমির নদীতে ভেসে এসেছে। রোববার সকালে স্থানীয়রা কুমিরটি দেখতে পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান।
প্রায় দশ হাত লম্বা কুমিরটির শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন এবং দেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। স্থানীয়রা জানান, সকালে নদীতে ভাসমান কুমিরটি দেখতে পান তারা। পরে কুমিরটির গলা ও দেহে ক্ষতচিহ্ন এবং তীব্র দুর্গন্ধে এলাকায় অস্বস্তির সৃষ্টি হয়।
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, “মৃত কুমিরটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”