দুর্নীতি ও অনিয়মের অভিযোগে রাঙ্গামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাঙ্গামাটি জেলা দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন এবং মো. রাজু আহমেদ এর নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করে।
দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন বলেন,
“অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আমরা বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করি। এখানে বিভিন্ন নথিপত্র পর্যালোচনায় অনিয়মের কিছু সত্যতা পাওয়া গেছে।”
তিনি আরও বলেন,
“স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও কর্মকর্তাদের অনুপস্থিতি, ওষুধ বিতরণে অনিয়ম, স্বাস্থ্যসেবা থেকে স্থানীয়দের বঞ্চিত হওয়া এবং অব্যবস্থাপনার প্রমাণ মিলেছে। এসব অনিয়মের বিষয়ে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে বরকল উপজেলা আবাসিক চিকিৎসক জিকু শীল জানান,
“দুদক টিম আজ সকালে বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নিয়েছে। আমরা প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে তীব্র জনবল সংকট রয়েছে—১৭ জন ডাক্তারের জায়গায় মাত্র ১ জন কর্মরত আছেন। বিষয়টি আমরা দুদক কর্মকর্তাদের জানিয়েছি।”
অভিযানের অংশ হিসেবে দুদক টিম উপজেলার আইমাছড়া পরিবার কল্যাণ কেন্দ্র ও ভূষণছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রও পরিদর্শন করে।
এসময় আইমাছড়া পরিবার কল্যাণ কেন্দ্রে কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন না এবং অফিসটি তালাবদ্ধ পাওয়া যায়।
অন্যদিকে ভূষণছড়া পরিবার কল্যাণ কেন্দ্রে একজন স্বাস্থ্যকর্মী থাকলেও পর্যাপ্ত সেবা না পাওয়ার অভিযোগ করেন এলাকাবাসী।
দুদক কর্মকর্তারা এসব কেন্দ্রে সেবা কার্যক্রমের নথিপত্র তলব করেন এবং অনিয়মের প্রমাণ মেলার বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান,
“এসব অনিয়মের বিস্তারিত পর্যালোচনা শেষে প্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”