ভৈরবে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে। সোমবার রাতে ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু ইউসুফ বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে ভৈরব রেলওয়ে থানায় মামলা করেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো— শাহিন, ফাহিম ও আরমান। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদ আহমেদ।

স্টেশন মাস্টার আবু ইউসুফ জানান, জেলা বাস্তবায়নের দাবিতে আন্দোলনকারীরা মঙ্গলবার সকালে ভৈরব জংশনে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট আটকে রাখে। এ সময় আন্দোলনকারীরা ট্রেনের ওপর বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে, এতে ট্রেনের ক্ষয়ক্ষতি হয় এবং যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে।

অন্যদিকে জেলা বাস্তবায়ন মঞ্চের আন্দোলনকারীরা অভিযোগ করেন, তাদের কর্মসূচি বন্ধ করতে প্রশাসনের পক্ষ থেকে নানা বাধা ও হুমকি দেওয়া হয়েছে। বক্তারা বলেন, “কোনো হুমকি-ধমকি আমাদের আন্দোলন থামাতে পারবে না।”
তারা বৃহস্পতিবার সড়ক, রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দেন।

বিক্ষোভে অংশ নেন গণ অধিকার পরিষদের মুখ্য সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল, জেলা বাস্তবায়ন মঞ্চের নেতা সাইদুর রহমান শাহরিয়ারসহ অনেকে।

এদিকে ভৈরব নৌ-থানার ওসি মো. রাশেদুজ্জামান জানান, বর্তমানে ভৈরব থেকে সব রুটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

উল্লেখ্য, এর আগে রোববার ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক ও ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে আন্দোলনকারীরা, এতে তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।