দিনাজপুরের হাকিমপুর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে দীর্ঘ আট বছর ধরে দাবিবিহীন পড়ে থাকা এক হাজার দলিল আইন অনুযায়ী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এসব দলিল আগুনে পুড়িয়ে ফেলা হয়।

উপজেলা সাব-রেজিস্ট্রার নাজমুল হক জানান, নিবন্ধন অফিসে দুই বছরের বেশি সময় দাবিবিহীন দলিল পড়ে থাকলে আইন অনুযায়ী তা ধ্বংসের নির্দেশনা রয়েছে। সে অনুসারে ২০১১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ের মধ্যে জমে থাকা মোট এক হাজার দাবিবিহীন দলিল ধ্বংস করা হয়েছে।

দলিল পুড়িয়ে ফেলার সময় স্থানীয় দলিল লেখক ও অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।