রাঙ্গামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী দূর্গম ছোট হরিণা এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে বিজিবির ছোট হরিণা জোনের উদ্যোগে “সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প” এর আওতায় এই সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা সামগ্রী বিতরণ করেন বিজিবি রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব, পিএসসি। এ সময় ছোট হরিণা জোন কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী, মেডিকেল অফিসার ক্যাপ্টেন আসিফুর রহমান, সহকারী পরিচালক (কোয়ার্টার মাস্টার) মাসুদ রানা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কর্নেল আহসান হাবীব বলেন, “বিজিবি শুধু সীমান্ত রক্ষাতেই নয়, বরং সীমান্তবর্তী জনগণের জীবনমান উন্নয়নে ও শান্তি-সম্প্রীতি বজায় রাখতে নিরলসভাবে কাজ করছে।”
অনুষ্ঠানে ছোট হরিণা জোনের অধীন এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন, গবাদিপশু, আর্থিক অনুদান, খেলাধুলার সরঞ্জাম এবং বিভিন্ন মসজিদ ও বিহারে অনুদান প্রদান করা হয়।