বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) কবির আহামদ সিলেটের সব উন্নয়ন প্রকল্প দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনে অনুষ্ঠিত চলমান প্রকল্প বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সিলেটবাসীর কোনো ভোগান্তি চাই না। তাই প্রকল্পগুলো যথাযথ মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক খান মো. রেজা-উন-নবী। উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, পরিকল্পনা কমিশনের যুগ্মপ্রধান মো. হায়দর আলী, সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।
কবির আহামদ সিলেটের উন্নয়ন কাজের প্রশংসা করে বলেন, “আমরা ১০টি সিটি কর্পোরেশন পরিদর্শন করেছি। সিলেট অন্যান্য শহরের তুলনায় পরিচ্ছন্ন ও উন্নত। সিলেটকে আমরা পায়োনিয়ার হিসেবে উপস্থাপন করব।” তিনি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সরকারের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব আয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিভাগীয় কমিশনার ও প্রশাসক খান মো. রেজা-উন-নবী বলেন, “মানুষ সিলেটকে স্মার্ট ও পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চায়। আমরা সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়ক বাতি ও শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কাজ করছি।”
প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ ও বিদ্যুৎ ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ ও নীতিমালা কার্যকর করার কথা জানান।
সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, সিলেট-ঢাকা মহাসড়কের কাজ দ্রুত শেষ করতে জমি অধিগ্রহণের জটিলতা নিরসনে কার্যক্রম চলছে। এছাড়াও তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিং সমস্যা, জলাবদ্ধতা এবং নগরীর যানজটের বিষয়গুলো তুলে ধরেন।
সভার আগে ও পরে পরিকল্পনা কমিশনের প্রধান সিলেটের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।