ভৈরবকে জেলা হিসেবে বাস্তবায়নের দাবিতে আজ রোববার সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সর্বস্তরের জনতা। শহরের দূর্জয় মোড়ে অবস্থান নিয়ে তারা ঢাকা-সিলেট মহাসড়কসহ ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ করে দেন। প্রায় দুই ঘণ্টা অবরোধ চলায় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
বিক্ষোভে ভৈরব ও কুলিয়ারচর এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
আন্দোলন চলাকালীন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন এবং সাবেক ভিপি মুজিবুর রহমানসহ বক্তারা বলেন,
“ভৈরব জেলা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
পরে সোমবার রেলপথ অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করে দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।