জামালপুরে নরুন্দি রেলওয়ে স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি এবং স্টেশনের অবকাঠামোগত উন্নয়নের দাবিতে রেলপথ অবরোধ করে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। এতে প্রায় এক ঘণ্টা ধরে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের চলাচল বন্ধ থাকে।
মঙ্গলবার সকালে নরুন্দি ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, নরুন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, “নরুন্দি স্টেশনটি জামালপুর সদরসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষের প্রধান যাতায়াত কেন্দ্র। কিন্তু দীর্ঘদিন ধরে কোনো আন্তঃনগর ট্রেন এখানে থামে না। এতে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।”
তারা দ্রুত নরুন্দি স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের দাবি জানান।