মুক্তাগাছায় বিভিন্ন সেবাখাতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ও করণীয় বিষয়ে এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দিনব্যাপী সরকারি শারীরিক শিক্ষা কলেজের সেমিনার কক্ষে এই সভার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) মুক্তাগাছা।

সভায় সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)-এর দেড় শতাধিক সদস্য অংশ নেন।

সনাক সভাপতি অধ্যাপক আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে টিআইবি’র কোঅর্ডিনেটর মোঃ আতিকুর রহমান দুর্নীতিবিরোধী আন্দোলন ও সেবাখাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি মাহবুবুল আলম রতন, কাজী মনিরা তরফদার, সদস্য এম. ইদ্রিছ আলী, আ.ন.ম শাহ্নূর মামুন, ও শামসুন নাহার রিনা প্রমুখ।

বক্তারা বলেন, সেবাখাতের মানোন্নয়নে নাগরিকদের সম্পৃক্ততা বাড়াতে হবে এবং প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

মুক্ত আলোচনায় ইয়েস দলনেতা খুশনুর আলম, সহ-দলনেতা মালা আক্তার এবং বিভিন্ন এসিজি’র সদস্যরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

আলোচনা শেষে অংশগ্রহণকারীরা দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন। পরে সনাক সহ-সভাপতির নেতৃত্বে সবাই দুর্নীতিবিরোধী শপথ পাঠ করেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।