মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে ‘ইসকন নিষিদ্ধের’ দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) সকালে শ্রীনগর বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে ইসকনবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের কাছে দ্রুত সংগঠনটিকে নিষিদ্ধ করার আহ্বান জানান। বক্তারা অভিযোগ করেন, ইসকন ধর্মীয় সম্প্রীতি নষ্ট করছে এবং মুসলিম ঐতিহ্যের পরিপন্থী কার্যক্রম পরিচালনা করছে।
বক্তারা আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে ইসকনের সব কার্যক্রম বন্ধ করা জরুরি। মানববন্ধন শেষে বাংলাদেশ খেলাফত মজলিস সরকারের প্রতি বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।