রক্তদানের মাধ্যমে মানবতার কল্যাণে কাজ করা মৌলভীবাজার যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মিলন মেলা ও স্বেচ্ছাসেবী সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মৌলভীবাজার পৌরসভা কনফারেন্স রুমে, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এম তাজুল ইসলামের সভাপতিত্বে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজারের সভাপতি নাট্যকার খালেদ চৌধুরী। অনুষ্ঠান শুরু হয় হাফিজ মাজহারুল ইসলাম মুর্শেদের কোরআন তেলাওয়াত এবং আহমেদ জুনেদের নে-এ-রাসূল (দ.) পরিবেশনের মাধ্যমে। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আর এ উরুফী রায়হান আহমেদ।

সংগঠনের সাধারণ সম্পাদক মামুন আহমেদ নিশাদ মূল বক্তব্যে মিলন মেলার আয়োজন এবং স্বেচ্ছাসেবীদের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের অর্থ সম্পাদক মাজহারুল ইসলাম শাফি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম মুহিবুর রহমান (ইসলামি সোসাইটির চেয়ারম্যান), কবি সালেহ আহমদ (বিজেএসডব্লিউএ), আহসান আক্তার দোলন (মানবসেবা সামাজিক সংগঠন), সাকিবুর রহমান মেরাজ (মৌলভীবাজার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন), মাওলানা শাহ মিসবাহ, আব্দুল মজিদ, আব্দুর রহিম, আব্দুস সামাদ সুজেল, ইমরান আহমেদ ও ইমাজ উদ্দিন।

সিনিয়র সহ-সভাপতি এফ.জে. ফয়ছল আহমেদের তত্ত্বাবধান ও নির্দেশনায় এবং প্রবাসে থাকা সভাপতি এ.এইচ. আজাদের অনলাইন উপস্থিতিতে অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে অতিথি ও অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের সম্মাননা স্মারক এবং প্রতিষ্ঠাবার্ষিকী স্মারক টি-শার্ট প্রদান করা হয়। বক্তারা রক্তদানকে মানবিক কাজ হিসেবে উল্লেখ করে বলেন, “স্বেচ্ছায় রক্তদান সমাজে ঐক্য, সহমর্মিতা এবং মানবিক চেতনা জাগ্রত করে। তরুণ প্রজন্মের অংশগ্রহণ সুস্থ ও মানবিক সমাজ গঠনের ভিত্তি তৈরি করবে।”

প্রতিষ্ঠাতা পরিচালক আর এ উরুফী রায়হান আহমেদ বলেন, “এই সফলতা শুধুমাত্র আমাদের দায়িত্বশীল সদস্য ও উপদেষ্টাদের কারণে সম্ভব হয়েছে। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এতদূর এগিয়ে এনেছে।”