বান্দরবানে প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে সড়ক নির্মাণে বাধা ও চাঁদা দাবির অভিযোগ এনে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (২৯ অক্টোবর) সকালে জেলা শহরের পশ্চিম বালাঘাটা এলাকায় সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, তাঁদের পূর্বপুরুষের আমল থেকে পশ্চিম বালাঘাটা এলাকায় প্রায় ২০০ পরিবার বসবাস করে আসছে। এলাকা পৌরসভার ১নং ওয়ার্ডে অন্তর্ভুক্ত হলেও আজও সেখানে যাতায়াতের উপযুক্ত রাস্তা নেই। দীর্ঘদিন ধরে কষ্ট করে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। বিশেষ করে কেউ অসুস্থ হলে কাঁধে করে রাস্তায় এনে হাসপাতালে নিতে হয়, যা অত্যন্ত কষ্টসাধ্য।

বক্তারা আরও জানান, রাস্তাটি নির্মাণের জন্য একাধিকবার টেন্ডার আহ্বান করা হলেও অজ্ঞাত কারণে কাজটি অন্য এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। সর্বশেষ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৭৪ লক্ষ টাকা ব্যয়ে ওই রাস্তাটি নির্মাণের টেন্ডার হয়। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শুরু করতে গেলে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মকসুদ কোম্পানি ও তাঁর ভাতিজা দিদারুল আলম কাজ বন্ধ করে দেন এবং ঠিকাদারের প্রতিনিধিদের মারধরের হুমকি ও চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন এলাকাবাসী।

বক্তারা বলেন, “আমরা এ ধরনের অন্যায় আচরণের তীব্র প্রতিবাদ জানাই। ভবিষ্যতে যদি কেউ রাস্তা নির্মাণে বাধা দেয়, তাহলে সাধারণ জনগণ কঠোরভাবে প্রতিরোধ করবে।”

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সুনীল দে, মো. আজম, বাবু দে, বাসু দেসহ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।