বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান ও ৪টি বসতবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (২৬ অক্টোবর) গভীর রাতে আনুমানিক রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে লিটন দাশের রেস্টুরেন্ট ও জাফর আহম্মদের সার বিক্রির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ও ঘরে। খবর পেয়ে থানচি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে অন্তত ১১টি ব্যবসায়ী দোকান ও ৪টি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
থানচি ফায়ার সার্ভিসের লিডার পেয়ার মোহাম্মদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি জানান।