রাঙ্গামাটি প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা জানাতে এবং সুধী সমাজের সাথে মতবিনিময়ের লক্ষ্যে সংবর্ধনা ও সুধী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় রাঙ্গামাটি প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় মানবাধিকার সংগঠন ওয়ার্ল্ড পিস অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাসিমুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি শিক্ষক অরূপ কুমার মুৎসুদ্দী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পঞ্চানন ভট্টাচার্য্য।
এসময় আরও উপস্থিত ছিলেন—
রাঙ্গামাটি সরকারি কলেজের সহকারী অধ্যাপক শান্তনু চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ইন্টুমনি তালুকদার, প্রেস ক্লাব সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের কল্যাণে কাজ করছেন। তাদের সম্মাননা শুধু প্রশংসনীয় উদ্যোগই নয়, বরং সাংবাদিক সমাজকে আরও অনুপ্রাণিত করবে পেশাগত দায়িত্ব পালনে।
সংবর্ধিত নবনির্বাচিত প্রেস ক্লাব কমিটির সদস্যরা হলেন—
সভাপতি ও দৈনিক রাঙ্গামাটি সম্পাদক আনোয়ার আল হক,
সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক পূর্বকোণ প্রতিনিধি সাখাওয়াত হোসেন রুবেল,
সহ-সভাপতি মোঃ অলি আহমেদ (ইউএনবি প্রতিনিধি),
সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ (দৈনিক সময়ের আলো),
যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমেদ (বাসস ও চ্যানেল আই),
সাহিত্য ও প্রচার সম্পাদক মিল্টন বাহাদুর (দৈনিক গিরিদর্পণ ও জিটিভি),
দপ্তর সম্পাদক মঈনুদ্দিন বাপ্পী (বাংলা নিউজ),
সিনিয়র সদস্য সুপ্রিয় চাকমা (দৈনিক প্রথম আলো),
ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পুলক চক্রবর্তী (এটিএন বাংলা),
এবং সদস্যরা উচিংছা রাখাইন কায়েস (৭১ টিভি) ও মোঃ শাহ আলম (বাংলাদেশ বুলেটিন)।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সভার সূচনা হয়।
শেষে মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে একজন অসুস্থ ব্যক্তি এবং একটি অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।