ভ্যাট কর্মকর্তার আশালীন আচরণের প্রতিবাদে কুয়াকাটা পর্যটন ব্যবসায়ীরা শনিবার (২৫ অক্টোবর) মানববন্ধন করেছেন। বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কুয়াকাটা হোটেল-মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, কুয়াকাটা জামায়াত ইসলামের সাবেক আমির মাওলানা মাইনুল ইসলাম মান্নান এবং খাবার রেস্তোরা মালিক সমিতির সভাপতি রেজাউল কলিম। তারা ভ্যাট কর্মকর্তা জামিউল আলমকে অপসারণ করার দাবি জানান এবং জানান, দাবিপূর্ণ ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
পটুয়াখালী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার (ভ্যাট কর্মকর্তা) জামিউল আলম এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, ৮ অক্টোবর কুয়াকাটার সৈকত হোটেলে ভ্যাট সংক্রান্ত বিষয়ে হোটেল ম্যানেজারের সঙ্গে জামিউল আলমের আচরণে ব্যবসায়ীরা অসন্তুষ্টি প্রকাশ করেন।