সরকারি নিয়মে চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও ২০ শতাংশ বাড়িভাড়াসহ ৩ দফা দাবিতে ভৈরবে এমপিওভুক্ত শিক্ষকরা টানা পঞ্চম দিনের মতো কর্মবিরতি পালন করছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল থেকে ভৈরবের বিভিন্ন এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষকরা শ্রেণি বর্জন করে কর্মবিরতি পালন করেন।

শিক্ষকরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। পাশাপাশি ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

ভৈরব উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন বলেন, “সরকারি নিয়ম অনুযায়ী ১ হাজার টাকা চিকিৎসা ভাতা, বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া এবং শতভাগ উৎসব ভাতা প্রদানের দাবি জানানো হয়েছে। শিক্ষা উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা যদি দ্রুত আমাদের দাবি না মেনে নেন, তাহলে কর্মবিরতি চলমান থাকবে।”