দিনাজপুরের হাকিমপুর পৌরসভার বহুমুখী উন্নয়ন ও টেকসই নগর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে “ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পৌরসভার কনফারেন্স রুমে এই কর্মশালার আয়োজন করা হয়।
বিশ্বব্যাংকের সহায়তায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সুধীসমাজ, শিক্ষক, রাজনীতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পৌরসভাগুলোর সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের পৌরসভাগুলোর অর্থনৈতিক ও সামাজিক সংযোগ জোরদার করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক ভারসাম্য তৈরি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন কর্মশালায় সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন এলজিইডির সহকারী প্রকৌশলী সাইফুর রহমান হৃদয়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।