ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া এলাকায় সড়কের বাক সরলীকরণের প্রকল্পে জমি অধিগ্রহণের কারণে বহু পরিবার বসতভিটা হারানোর আশঙ্কায় পড়েছে। শুধু ঘরবাড়িই নয়, উচ্ছেদের তালিকায় রয়েছে একটি পারিবারিক কবরস্থানও।
শেখপাড়া বাজারসংলগ্ন শীতালীডাঙ্গা মৌজায় বসবাসরত নাসিমা খাতুন বলেন,
“এই ভিটাটুকুই আমার একমাত্র আশ্রয়। রাস্তা হলে মেয়েদের নিয়ে কোথায় যাব? উন্নয়নের নামে যদি মানুষই বাঁচতে না পারে, তবে সেই উন্নয়ন কিসের?”
তার মতোই ক্ষোভে-হতাশায় ভুগছেন ফাতেমা খাতুনসহ আরও অনেকে। তারা অভিযোগ করেছেন, ক্ষতিপূরণের পরিমাণ অবাস্তব ও অপর্যাপ্ত, আর বিকল্প বাসস্থানের কোনো উদ্যোগ নেই।
প্রকল্প সূত্রে জানা গেছে, শেখপাড়া-লাঙ্গলবাধ সড়কের প্রায় ৩০০ মিটার অংশ সরলীকরণের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলছে। এতে ১৫–২০টি পরিবার উচ্ছেদের শঙ্কায়, পাশাপাশি অর্ধশতাধিক দোকান ও দালানও ভাঙা হবে।
স্থানীয় শহীদুল ইসলাম বলেন,
“এখানেই আমাদের পারিবারিক কবরস্থান। ঘরবাড়ি, দোকান, কবরস্থান—সব মাটির সঙ্গে মিশে যাবে।”
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন,
“বাক সরলীকরণের কাজ অনেক আগেই পরিকল্পনা করা হয়েছে। কারও আপত্তি থাকলে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ জানাতে পারেন।”
তবে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও মন্তব্য পাওয়া যায়নি।