নরসিংদীর রায়পুরা পৌর এলাকার রেলগেইটে দীর্ঘদিনের যানজট নিরসনে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় রেলগেইট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা, অবৈধভাবে গাড়ি পার্কিং ও ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১০ জনকে মোট ৩ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল।
তিনি বলেন, “রাস্তার পাশের দোকানগুলো সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সড়ক পরিবহন আইন ২০১৮ ও দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ১০টি মামলায় ১০ জনকে জরিমানা করা হয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন,
“রায়পুরার রেলগেইট এলাকায় দীর্ঘদিন ধরে দোকানপাট ও হকারদের কারণে যানজট সৃষ্টি হচ্ছিল। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছিলেন। জনগণের স্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে রায়পুরা থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ সহযোগিতা করে। প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।