রাঙ্গামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী দুর্গম ছোট হরিণায় স্থানীয় অসহায় ও দরিদ্র জনগণের মাঝে মানবিক সহায়তা প্রদান এবং বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে স্থানীয় জনগণের সঙ্গে সম্প্রীতি ও উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বিজিবি ছোট হরিণা ব্যাটালিয়নের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান ও সহায়তা প্রদান করেন ছোট হরিণা জোন কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

🔹 উন্নয়ন ও সম্প্রীতি বিষয়ক মতবিনিময়

অনুদান প্রদানের আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জোন কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন,

“বিজিবি শুধু সীমান্ত রক্ষা নয়, বরং স্থানীয় জনগণের উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায়ও কাজ করছে।”

তিনি ভূষণছড়া এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা-প্রতিষ্ঠান ও অবকাঠামোগত সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের বিষয়ে উপস্থিত শিক্ষক, বাজার কমিটির সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মতামত গ্রহণ করেন।

🔹 বিভিন্ন অনুদান ও সহায়তা

বিজিবি ছোট হরিণা জোনের পক্ষ থেকে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিম্নলিখিত সহায়তা প্রদান করা হয়ঃ

  • ভূষণছড়া বাইতুত-তত্ব আহলে হাদীস জামে মসজিদে মেরামতের জন্য ১৫ বস্তা সিমেন্ট

  • ফারুকী-ই-আযম (রাঃ) দাখিল মাদ্রাসা ও দারুল উলুম নূরানী তা'লীমুল কুরআন একাডেমী-তে আর্থিক অনুদান

  • ফারুকী-ই-আযম (রাঃ) হেফজখানা ও এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ

  • দরিদ্র পরিবারের জন্য ২টি সেলাই মেশিন (স্ট্যান্ডসহ) প্রদান

  • ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য ঢেউটিন বিতরণ

  • অসহায়দের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা

  • ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ১৩৩টি স্কুল ব্যাগ বিতরণ

বিজিবি জানায়, এসব কার্যক্রমের মূল লক্ষ্য হলো স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগণের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি, মানবিক সহায়তা জোরদার ও সীমান্ত এলাকার উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানো।