রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসন্যা আদম এলাকায় বন্য প্রাণীর আক্রমণে নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের উদ্যোগে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ।
এসময় উপস্থিত ছিলেন—
-
সহকারী বন সংরক্ষক মো. আবু সালেহ,
-
জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি কর্মকর্তা ডা. মো. মঈনুল ইসলাম চৌধুরী,
-
জেলা ভেটেরিনারি সার্জন ডা. দেবরাজ চাকমা,
-
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা,
-
কাচালং মুখ বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির স্টেশন কর্মকর্তা মতিউর রহমান,
-
ভাসন্যা আদম ইউপি চেয়ারম্যান হযরত আলী প্রমুখ।
সভাপতির বক্তব্যে বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ বলেন,
“বন্য প্রাণী দ্বারা নিহত ও ক্ষতিগ্রস্তদের আবেদন পাওয়ার পর দ্রুততম সময়ে ক্ষতিপূরণের চেক প্রদানের ব্যবস্থা করা হয়। হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে বন বিভাগ ইতোমধ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সবাই মিলে হাতির অভয়ারণ্য রক্ষায় আন্তরিকভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের সদস্যদের মাঝে মোট ৭ লাখ ৫৮ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়।