রাঙ্গামাটির বিলাইছড়িতে স্বামীর জন্য ঔষধ আনতে গিয়ে কাপ্তাই হ্রদের পানিতে নৌকা থেকে পড়ে লতা মারমা (৩২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে লতা মারমা কেংড়াছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শামুকছড়ি গ্রামের মিলন কান্তি চাকমার স্ত্রী হিসেবে স্বামী ও সন্তানদের রেখে বাজার যাচ্ছিলেন। তিনি অসুস্থ স্বামীর হার্টের ঔষধ আনতে ভাসুরের সঙ্গে বাজার যাচ্ছিলেন। পথে কেরনছড়ি এলাকায় নৌকা থেকে পানিতে পড়ে তিনি নিখোঁজ হন। সঙ্গে থাকা সাত বছর বয়সী শিশুটি নিরাপদে রক্ষা পায়।

স্থানীয়রা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ব্যাপক তল্লাশির পর তিন ঘণ্টা পর, সকাল ১১টা ২০ মিনিটে জাল টেনে লতা মারমার মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে আনার আগেই মেডিকেল অফিসার ডা. নুরুদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনার খবরে নিহতের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লতা মারমার তিন সন্তান রয়েছেন, বড় মেয়ে ১৫ বছর, মেজ ছেলে ১১ বছর এবং ছোট মেয়ে ২ বছর ৬ মাস বয়সী।

দুর্ঘটনার পর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরন মার্মা (রাসেল), উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুজন বড়ুয়া, পিআইও অফিসের সুমন গাজী এবং অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় সদস্যরা আহত পরিবারকে সমবেদনা জানিয়ে ত্রাণ সহায়তা প্রদান করেন। বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।