‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্য নিয়ে রাঙ্গামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিষদ এনেক্স ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া, প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রিজাউল করিম।
প্রকৌশলী সুব্রত বড়ুয়ার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন—সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা. প্রতিক সেন, পর্যটন কর্পোরেশনের ম্যানেজার আলোক বিকাশ চাকমা, প্রেস ক্লাব সভাপতি আনোয়ার আল হক, সাবেক সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, প্রধান শিক্ষক মুহাম্মদ কলিম উল্লাহ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিনসহ অনেকে।

বক্তারা বলেন, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া ও বিশুদ্ধ পানি ব্যবহারের মাধ্যমে পানিবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব। ৮০ শতাংশ রোগ হাতের সংস্পর্শে ছড়ায়, তাই হাতের পরিচ্ছন্নতা রক্ষা করা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানের আগে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। পরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সচেতনতামূলক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।