রাঙ্গামাটি শহরের দোয়েল চত্বরের তিনটি রেস্তোরাঁ ও হোটেলকে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাঙ্গামাটি জেলা কার্যালয় শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ভোক্তা বিরোধী কর্মকাণ্ডের কারণে তিন প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়। অন্নপূর্ণা রেস্তোরা ৬ হাজার টাকা, আয়োজন রেস্তোরা ৮ হাজার টাকা এবং গাউছুল আজম আল সালাম হোটেল ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে রান্নাঘরের অগোছালো অবস্থা ও বাসি খাবার পরিবেশনের জন্য সতর্ক করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ও সহকারী পরিচালক রানা দেব নাক। অভিযানে সহযোগিতা করেন রাঙ্গামাটি কোতয়ালী থানার সদস্যরা এবং স্থানীয় প্রশাসন।