পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদী, বুড়াগৌরঙ্গ নদী, তেতুলিয়া নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকাল থেকে রাত ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ।
অভিযান চলাকালে ২০ কেজি ইলিশ ও পোমা মাছ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয় এবং জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
পুড়িয়ে ফেলা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। অভিযানে কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি আউট পোস্ট সদস্যরা ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।