ময়মনসিংহ নগরীর চরকালিবাড়ি এলাকায় অবস্থিত রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) স্টেশনে চাঁদাবাজি ও শ্রমিক সংগঠনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (আজ) দুপুরে স্থানীয় এলাকাবাসী ও শ্রমিকদের উদ্যোগে চরকালিবাড়ি এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নগরীর ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ডের শতাধিক শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, “বাংলাদেশ ট্রেড ইউনিয়নের শাখা চরকালিবাড়ি ট্রেড ইউনিয়ন কমিটি কমিশনের নামে নিয়মিত চাঁদা আদায় করছে, যা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি।”
বক্তারা আরও বলেন, চরকালিবাড়ি ট্রেড ইউনিয়ন কমিটির পূর্ণাঙ্গ কাঠামো অবিলম্বে বাতিল করতে হবে এবং রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডে নিয়োগ ও কর্মসংস্থানে স্থানীয় শ্রমিকদের শতভাগ অগ্রাধিকার নিশ্চিত করতে হবে।