ভাষা সৈনিক, শিক্ষানুরাগী ও সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বি আলহাজ্ব জহিরুল হক (জরু)-এর দাফন শুক্রবার (১০ অক্টোবর) সম্পন্ন হয়েছে। বাদ জুম্মা নামাজ শেষে ভৈরব সরকারি কেবি মডেল হাই স্কুল মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশগ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি হাজী শাহীন, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। নামাজ শেষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

জহিরুল হক ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। তিনি ভৈরব পৌরসভার কমিশনারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের দায়িত্বও পালন করেছেন।

মরহুম বৃহস্পতিবার বিকালে নিজ বাড়ি ভৈরব পুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি পুত্র, কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজার নামাজ শেষে তাকে পৌর কবরস্থানে সমাহিত করা হয়।