মা ইলিশ সংরক্ষণে ভৈরবের মেঘনা নদীতে মৎস্য অফিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মৎস্য অফিস সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় ৪ হাজার মিটার দৈর্ঘ্যের কারেন্ট জাল ও ১ হাজার ৫ শ মিটার রিং জাল জব্দ করে জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব সাইদা আক্তার পরাগ জানান, “৩৮টি জেলায় ৪ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম চলছে। এই সময়ে নদীতে মাছ ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।”

তিনি আরও বলেন, “মেঘনা নদীতে অভিযান চালিয়ে জব্দকৃত কারেন্ট ও রিং জাল আগুনে ধ্বংস করা হয়েছে। তবে অভিযানের সময় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি। মা ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক, জেলা মৎস্য কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, বেলাব মৎস্য কর্মকর্তা মনির হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।