শিমুলকান্দি ইউনিয়নের চানপুর গ্রামের প্রবাসী মোঃ শফিকুল ইসলাম অসহায় ও গরীবদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি নিজ খরচে ভৈরবের ‘গরীবের হোটেল’-এ প্রতি জুম্মার নামাজের পর বিনামূল্যে গরুর মাংস ও ডাল দিয়ে ভাত বিতরণ করছেন।

প্রবাসী জীবন শেষ করে দেশে ফিরে এ উদ্যোগ নেওয়া শফিকুল বলেন, “প্রতি শুক্রবার গরীব ও অসহায়রা যাতে ভালো খাবার পায়, সেটাই আমার উদ্দেশ্য। আর্থিক সক্ষমতা বাড়লে ভবিষ্যতে একটি বৃদ্ধাশ্রম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।”

প্রথমে ৫০ জনের জন্য খাবারের আয়োজন করা হলেও বর্তমানে শতাধিক মানুষ এতে অংশ নিচ্ছেন। খাদ্য সরবরাহের সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও এই কার্যক্রম চলমান।

স্থানীয়রা বলেন, “খাবার সুস্বাদু এবং মানসম্মত। এখানে এসে গরীব ও অসহায়রা সত্যিই তৃপ্তি পান।”

শিমুলকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আল-আমিন বলেন, “মোঃ শফিকুলের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আশা করি সমাজের অন্যান্য বৃত্তবানরাও এমন মহৎ কাজে এগিয়ে আসবেন।”