ভৈরবে দাঁড়িয়ে থাকা পুলিশের টহলরত পিকআপভ্যানে ট্রাকের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় এএসআই বিল্লাল হোসেনসহ ২ জন আহত হয়েছেন।
নিহতের নাম নাজমুল হক। তিনি ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চর মান্দারকান্দি গ্রামের রাজু মিয়ার পুত্র। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টায় ভৈরব- ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কালিকাপ্রসাদ এলাকায় ডাকাতি রোধে টহল দিতে যায় ভৈরব হাইওয়ে থানার পুলিশ টিম। টহলকালে মহাসড়কের পাশে পুলিশের পিকআপভ্যান রেখে ট্রাক চালকের সঙ্গে কথা বলছিলেন পুলিশ সদস্যরা।
হঠাৎ ময়মনসিংহ থেকে আসা একটি অজ্ঞাত নামা ট্রাক পিকআপভ্যানে পিছন থেকে ধাক্কা দিলে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে উল্টে পড়ে। ঘটনার পর ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ কনস্টেবল নাজমুল হক ঘটনাস্থলেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া এএসআই বিল্লাল হোসেন ও অপর একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।