ভৈরব (কিশোরগঞ্জ): দেশের ৬৫তম জেলা হিসেবে ভৈরব জেলার বাস্তবায়নের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর) দুপুরে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলা পরিষদ চত্বরে শতাধিক জনতা এক ঘন্টা ধরে সড়ক অবরোধ করে দাবি জানায়। এতে সড়কে চলাচলরত শত শত যানবাহন আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি হয়।

বিক্ষোভ সমাবেশে গণ অধিকার পরিষদ কিশোরগঞ্জের মুখ্য সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল একাত্বতা ঘোষণা করে বলেন, “ভৈরব জেলা বাস্তবায়ন করতে হবে এবং এটি ঢাকা বিভাগের সঙ্গে সংযুক্ত রাখতে হবে।” এছাড়া সাইফুর রহমান শাহরিয়ারসহ অন্যান্য বক্তারা একই দাবী পুনরায় জানান।

সমাবেশে ঘোষণা করা হয়, বর্তমান অন্তবর্তী সরকার যদি দ্রুত জেলা বাস্তবায়ন না করে, তবে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। দাবী পূরণ হলে দুজর্জয় গোল চত্বরকে ‘প্রধান উপদেষ্টা’ নামে নামকরণ করার পরিকল্পনার কথাও বলা হয়।