রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের ৫ম তলার নির্মাণাধীন ভবনের কাজ করতে গিয়ে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১১টায় দুর্ঘটনাটি ঘটে। নিহত শ্রমিকের নাম আকিল আহামদ (২০)।

ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক ডাঃ রনি সরকার জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আকিলের মৃত্যু হয়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

জীবননগর থানার ওসি মানস বড়ুয়া বলেন, মরদেহ পোস্টমর্টেমের জন্য রাঙ্গামাটিতে প্রেরণ করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।
ঘটনাস্থলে ছুটে গেছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক, বিএনপি'র উপজেলা সভাপতি এম এ সালাম ফকির, এবং স্থানীয় ওয়ার্ড মেম্বার ওমর ফারুক।