ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার শ্রীপুর মাইজহাটি গ্রামে ৬৫ বছরের আহাদ আলী খুনের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ঘটনার মূল কারণ হিসেবে ধরা হয়েছে দুই বৃদ্ধের মধ্যে সমকামী সম্পর্কের অনৈতিক টানাপোড়েন। নিহত আহাদ আলীর স্ত্রী ভাই ফজলুল হক (৬৭) বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার হন।
পুলিশ জানায়, নিহত আহাদ আলী ও ফজলুল হক একই বাড়িতে থাকতেন। অভিযোগ, আহাদ আলী তার ভগ্নিপতি ফজলুল হককে সমকামী কার্য প্রস্তাব দেন। ফজলুল হক রাজি না হওয়ায় তাদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় ফজলুল হক, শিক্ষা দিতে বাধ্য হয়ে আহাদ আলীর ওপর চাকু দিয়ে আঘাত করেন, যা প্রাণঘাতী হয়।
পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করেছে এবং ফজলুল হককে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে সোপর্দ করেছে। মুক্তাগাছা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানান, গ্রেফতারের পর আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক তথ্য দিয়েছে।
এই হত্যাকাণ্ডে পরিবার ও স্থানীয় সমাজে শোক ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশের তথ্য অনুসারে, ঘটনা নিয়ে সুষ্ঠু তদন্ত চালানো হচ্ছে এবং সকল প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।