ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের বারোনীখোলা কালী মন্দিরের একটি বড় মেহগনি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় কথিত যুবদল নেতা সাইফুল মোল্লার বিরুদ্ধে। মন্দির কমিটি বিষয়টি ফরিদপুর কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ হিসেবে দায়ের করেছে।

মন্দিরটি ব্রিটিশ আমল থেকে হিন্দু সম্প্রদায়ের উপাসনার স্থান হিসেবে পরিচিত। মন্দির প্রাঙ্গনে বার্ষিক চৈত্র তিথিতে বারোনী মেলার আয়োজন করা হয়। স্থানীয়রা জানান, মেহগনি গাছের ছায়ায় ভক্তবৃন্দ ও সাধারণ মানুষ বিশ্রাম নিতেন।

মন্দির কমিটি জানায়, গত বুধবার সাইফুল মোল্লা জোরপূর্বক মাত্র ২৩ হাজার টাকায় গাছটি কেটে বিক্রি করেন। কমিটি গাছ কাটার চেষ্টা বাধা দেয়, কিন্তু সাইফুল তা উপেক্ষা করেন।

মন্দির কমিটির সভাপতি সত্য রঞ্জন মালো বলেন, “আমাদের পূর্বপুরুষরা নবাব সিরাজউদ্দৌলার সময় থেকে মন্দিরে পূজা করেছেন। গাছটি আমাদের পূর্বপুরুষের সময় লাগানো, ভক্তবৃন্দ বিশ্রাম নিতেন। সাইফুল মোল্লা কোনো কথাই শোনেননি।”

স্থানীয়রা অভিযোগ করেন, সাইফুল মোল্লা বিএনপি করায় এলাকায় প্রভাব বিস্তার করেন। মাচ্চর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস.এ. মামুনুর রশিদ বলেন, “তিনি এলাকায় নানা অপকর্মে লিপ্ত। মন্দিরের গাছ কেটে নেওয়া তার বড় অন্যায়।”

অভিযুক্ত সাইফুল মোল্লা দাবি করেন, “গাছটি মন্দিরের নয়, আমার চাচা মনি মোল্লার জমিতে রয়েছে। মন্দির কমিটি ২ শতাংশ জমির স্বত্ত্ব দাবী করে মামলা দায়ের করেছে, গাছ কাটা হয়েছে সেই খরচ চালানোর জন্য।”

কোতোয়ালি থানার এএসআই জিয়াউর জানান, লিখিত অভিযোগ পেয়েছি এবং তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।