ফরিদপুর বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পদযাত্রা ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গণসমাবেশে রূপ নেয়।
বক্তারা বলেন, ফরিদপুর বিভাগ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দাবি নয়—এটি এই অঞ্চলের কোটি মানুষের প্রাণের দাবি। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের এই ন্যায্য দাবিকে অযৌক্তিকভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। দ্রুত ফরিদপুর বিভাগ ঘোষণা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
গণসমাবেশে ফরিদপুর বিভাগ বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আবরার নাদিম ইতুর সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন, সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, রাজনৈতিক ব্যক্তিত্ব শহিদুল ইসলাম বাবুল, একে কিবরিয়া স্বপন, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ইমতিয়াজ উদ্দিন আহমেদ, জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।