৮ দফা দাবিতে সোমবার (১৩ অক্টোবর) সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ঘোষণা দিয়েছিল পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। তবে প্রশাসনের আশ্বাসে শেষ মুহূর্তে হরতালটি প্রত্যাহার করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) বিকেল ৩টায় বান্দরবান জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন।
তিনি বলেন, “আমাদের ৮ দফা দাবির বিষয়ে প্রশাসন ইতিবাচক মনোভাব দেখিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে— যেসব দাবি স্থানীয়ভাবে বাস্তবায়নযোগ্য, সেগুলো দ্রুত কার্যকর করা হবে। তাই জনগণের স্বার্থ বিবেচনা করে আমরা হরতাল স্থগিত করেছি।”
তবে তিনি সতর্ক করে বলেন, “যদি বাস্তবায়নের নামে কালক্ষেপণ বা তালবাহানা করা হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
বৈঠকে অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব এসএম হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে নাগরিক পরিষদের নেতারা আশ্বস্ত হয়ে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর রাজার সনদ বাতিল, ব্যাংক লোন চালু, জমি ক্রয়-বিক্রয় ব্যবস্থাপনা চালু, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনসহ ৮ দফা দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল।