পটুয়াখালীর মৎস্যবন্দর মহিপুরে গাজী আইস প্ল্যান্ট নামে একটি বরফ কলের কর্নেসার পাইপ লিকেজ থেকে বিপজ্জনক অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ায় অন্তত ২০ জন অসুস্থ হয়েছেন। এর মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ বরফ কলের একটি কর্নেসার পাইপ লিকেজ হয়ে যায়। মুহূর্তের মধ্যেই আশপাশের এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, এতে শ্বাসকষ্টে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার তৎপরতা চালায় এবং গুরুতর অসুস্থ ৫ জন জেলেকে হাসপাতালে ভর্তি করে।
কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন বলেন,
“অ্যামোনিয়া একটি মারাত্মক ক্ষতিকর গ্যাস। এটি শ্বাস-প্রশ্বাসে প্রবেশ করলে ফুসফুস ও শ্বাসনালীতে জটিলতা দেখা দেয়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এর আগেও এলাকায় কয়েকটি বরফ কলে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে।”
স্থানীয়রা জানান, বরফ কলের পাইপলাইনগুলো পুরোনো ও রক্ষণাবেক্ষণের অভাবে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। তারা দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।