বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১১ বিজিবির ধারাবাহিক অভিযানে ১৫টি বার্মিজ গরু জব্দ করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে ব্যাটালিয়নের নিয়মিত টহল দলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. কে. এম. কফিল উদ্দিন কায়েসের নির্দেশনায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির টহল দল দায়িত্বপূর্ণ মাঝিরকাটা এলাকায় গরুগুলো জব্দ করে।

অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস. কে. এম. কফিল উদ্দিন কায়েস বলেন,
“সীমান্ত পথে গরু চোরাচালান রোধে আমরা কঠোর নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছি। মাদক ও চোরাচালান দমনে বিজিবি ভবিষ্যতেও আরও কঠোর অবস্থানে থাকবে।”

উল্লেখ্য, জব্দকৃত বার্মিজ গরুগুলোর সিজার ফরম প্রস্তুত করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী কাস্টমসের মাধ্যমে নিলামে তোলা হবে বলে জানিয়েছে বিজিবি।