ঢাকার ধামরাইয়ে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের একটি ভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় অবস্থিত ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের ৯ নম্বর ভবনের চতুর্থ তলায় এ আগুন লাগে।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, “বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুনে কারখানার আইপিএস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”
তিনি আরও জানান, ঘটনায় কেউ গুরুতর আহত হননি।
এ বিষয়ে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস কর্তৃপক্ষের কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।