দিনাজপুর ইনার হুইল ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ‘জিরো টলারেন্স অফ ভায়োলেন্স এগেইন্সট উমেন এন্ড চাইল্ড’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শহরের ঘাসিপাড়া এলাকার মহিলা বিষয়ক অধিদপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান। ক্লাবের প্রেসিডেন্ট ডা. মমতাজ বেগম পলীর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন সেক্রেটারি রেজভীন সারমিনাজ, ভাইস প্রেসিডেন্ট মালেকা পারভীন, ট্রেজারার লায়লা শামীমা, এডিটর নুরছাবা হোসেন এবং সদস্য আরজুমান আরা, নাজমা মসির, নাসরিন পারভীন প্রমুখ।
প্রায় শতাধিক নারী অংশগ্রহণ করেন সেমিনারে। সমাপনীতে প্রধান অতিথি উপস্থিত নারীদের মাঝে বাল্যবিবাহ বিষয়ক বিভিন্ন তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করেন। সেমিনারের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও শিক্ষামূলক বার্তা প্রদান করা হয়েছে।